ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নারী নিহত

প্রকাশিত : ১০:২৭, ৩১ মার্চ ২০১৯ | আপডেট: ১০:৩৪, ৩১ মার্চ ২০১৯

কক্সবাজারে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’রুমানা আক্তার নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি মাদকপাচারকারী চক্রের সদস্য।  রোববার (৩১ মার্চ) ভোরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, টেকনাফের দমদমিয়া এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে রুমানা আক্তার নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। সে লেদা রোহিঙ্গা ক্যাম্পের বদরুল ইসলামের স্ত্রী।

টেকনাফে বিজিবি-২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, এক নারী ইয়াবা নিয়ে আসছে এমন খবর পেয়ে বিজিবি দমদমিয়া এলাকায় অভিযানে যায়। এ সময় ওই নারী বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে রুমানার মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।


টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি