ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

বগুড়ার শেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

প্রকাশিত : ০৮:১৮, ২৭ এপ্রিল ২০১৯ | আপডেট: ০৮:৫০, ২৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বগুড়ার শেরপুরের ভবানীপুর বাজার-সংলগ্ন ব্রিজের ওপর ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে চরমপন্থী সর্বহারার দুই গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ৩টি পোস্টার উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এবং শেরপুর থানার ওসি হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নাম লিটন এবং আফসার বলে জানায়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি