ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

বেনাপোলে নাইট গার্ডদের মাঝে পোশাক বিতরণ

প্রকাশিত : ২০:১৩, ৬ মে ২০১৯

যশোরের বেনাপোল পোর্ট থানার নাইট গার্ডদের কাজের উৎসাহ উদ্দীপনা যোগাতে নতুন পোশাক হাতে তুলে দিল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম।

সোমবার দুপুরে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির দেওয়া পোশাক প্রধান অতিথি হিসাবে থানার সামনে তুলে দেন ওসি।

এসময় ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি মশিউর রহমান,সাধারণ সম্পাদক জিএম আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান (সনি), পরিবহন ও বন্দরবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওছার আলী উপস্থিত ছিলেন।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই এর জন্য আমরা সমিতি থেকে এদের নিয়োগ দিয়েছি। এরা জীবনের ঝুঁকি নিয়ে আমদানি-রপ্তানি পণ্য ও পণ্যবাহী ট্রাক পাহারা দেয়। এরা অনেক সময় ছিনতাইকারীচক্রের রোষানলে পড়ে। জীবনের ঝুঁকি নিয়ে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নিরাপত্তার কাজে সারারাত জেগে থাকে। ইতোমধ্যে এসব নাইট গার্ডরা বেনাপোল বন্দর থেকে চুরি যাওয়া মালামালও উদ্ধার করেছে।

কেআই/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি