ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

দোহারে নির্বাচন কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত : ২১:৩৮, ২১ মে ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলার নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমের বিরুদ্ধে অনিয়ম ও অসৈজন্যমূলক আচরনের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে দোহার এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে উপজেলার জয়পাড়া থানার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় থানার মোড়ে এসে শেষ হয়। এসময়  নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমের অপসারনের দাবী জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভ মিছিল শেষে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসির পক্ষে গণস্বাক্ষরিত একটি স্বারকলিপি উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানের নিকট প্রদান করা হয়।

এনএ/কেআই

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি