ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

নবাবগঞ্জে ২ জনকে গলা কেটে হত্যা

প্রকাশিত : ১১:৩৭, ২৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

পীরের বাড়ি থেকে ফেরার পথে ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের মহ্ববতপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গালিমপুর ইউনিয়নের নোয়াদ্দা এলাকার কৃষক আবুল কালাম (৫৫) ও মো. জাহিদ (৪৪)।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কালাম ও জাহিদ মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী দোহার উপজেলার বাস্তা এলাকায় পীরের বাড়িতে যান।

সেখান থেকে ফেরার পথে মহব্বতপুর তালতলা সংলগ্ন এলাকায় পৌঁছলে দুষ্কৃতিকারীরা তাদের উপর হামলা চালায়।

দুর্বৃত্তদের এলাপাতারি কোপে ঘটনাস্তলেই মারা যান কালাম। আর স্থানীয়দের সহায়তায় জাহিদকে ভর্তি করা হয় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকৎসার জন্য ঢাকায় নেয়ার পথে জাহিদের মৃত্যু হয়।

তবে কী কারণে তারা খুন হয়েছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি নিহতদের স্বজনরা।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আই//

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি