ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আশুলিয়ায় বেতন বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন

প্রকাশিত : ২১:২৮, ২৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় ঈদের আগে বেতন বোনাস ও নিরাপদে বাড়ি ফেরার দাবিতে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে সংগঠনের নেতা ও অর্ধশত শ্রমিকের উপস্থিতিতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক জুলহাস নাইম বাবু, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু, শাকিল আহমেদ ও বিল্লাল হোসেন।

এ সময় বক্তারা বলেন, অনেক কারখানা শ্রমিকদের বেতন বোনাস না দিয়ে কৌশলে শ্রমিক ছাঁটাই ও কারখানা অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ সাঁটিয়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনা অবিম্ভে পরিশোধ করে ঈদের আগেই তাদের বেতন বোনাস প্রদান করতে হবে। অন্যথায় শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হবে। পাশাপাশি শ্রমিকরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য সব ধরণের নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি