ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ৬ ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত : ২১:০২, ৩০ মে ২০১৯

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আড়িয়ামাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারি ছয়জন ভারতীয় নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শিবগঞ্জ উপজেলার আড়িয়ামাড়ি পেঁচিপাড়ার জনৈক আব্দুল কাদেরের বাড়ির পেছনের আমবাগান থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গ মালদাহ জেলার বৈষ্ণবনগরের দৌলত শেখ (৪২), মোয়াজ্জেম শেখ (২২), তাজামুল শেখ (২৫), বাবলু মন্ডল (২২), বিশ্বজিত সিংহ (১৯) ও বিষ্ণু সিংহ (১৯)।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম জানান, বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার পেঁচিপাড়ার আব্দুল কাদেরের বাড়ির পেছনের আমবাগান দিয়ে ভারতীয় ছয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারি ছয়জন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি