ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ভোলায় মাছ শিকারে যুক্ত ৫০হাজার শিশু (ভিডিও)

প্রকাশিত : ১২:৪৯, ১৮ জুন ২০১৯ | আপডেট: ১৩:০১, ১৮ জুন ২০১৯

ভোলার মেঘনা-পাড়ের প্রায় ৫০হাজার শিশু  মাছ শিকারে যুক্ত। তাদের ভবিষ্যত হারিয়ে যাচ্ছে মেঘনা-তেতুলিয়ার গহীন জলে। অক্ষর জ্ঞানহীন এই শিশুদের অভিভাবকরা অসচেতন, প্রশাসন তাদেও ব্যাপাওে উদ্যোগহীন। সরকারের কোন পদক্ষেপই এই শিশুদের স্পর্শ করেনি।

নদীর উত্তাল ঢেউয়ে দোলে শিশুদেও অনিশ্চিত ভবিষ্যত। যে বয়সে খেলাধূলা আর বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা সে বয়সেই ভোলার জেলে পল্লীর শিশুদের কোমল হাতে তুলে দেয়া হচ্ছে নৌকার বৈঠা। তাদের দিন কাটে মেঘনা-তেতুলিয়ায় মাছ ধরে।

সরকার প্রাথমিক শিক্ষার জন্য  প্রত্যন্ত এলাকাত্ওে স্কুল প্রতিষ্ঠা করছে। তবে উপকূলের জেলে পাড়ায় ভিন্ন চিত্র। এখানকার শিশুরা আছে স্বাস্থ্য ঝুকিতে। ইচ্ছে থাকা স্বত্ত্বেও প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত।

অসচেতন অভিভাবক, শিক্ষা সম্পর্কে অজ্ঞতা, দারিদ্র আর কুসংস্কার থেকে বেড় হতে পারছে না এই পল্লী সমাজ। তাই বাড়ছে শিশু শ্রম।

তবে প্রশাসন বলছে শিশুদের শ্রম বন্ধে পদক্ষেপ নেয়া হবে। 

ভোলার মেঘনা তীরের এই শিশুরা দ্রুত স্বাভাবিক শৈশব ফিরে পাবে, এমন আশা সচেতন মানুষের।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি