ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মোংলা থেকে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে রেল যুক্ত হবে: রেলমন্ত্রী

প্রকাশিত : ১৭:৪৬, ৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘দেশের অন্যতম সমুদ্র বন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার খুলনা থেকে মোংলা পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ করছে। আগামী ২০২২ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্প মেয়াদের মধ্যেই অর্থাৎ ২০২২ সালে মোংলা-খুলনা রেল চালু হবে আশা করছি।’

বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পারিজাত’ এ খুলনার রেল বিভাগ ও মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

নির্মাণাধীন এ রেল প্রকল্পের সুযোগ সুবিধার বিষয়ে মন্ত্রী জানান, যাত্রী পরিবহণসহ মোংলা বন্দরের মালামাল পরিবহণ করা হবে এবং রেল পথে পণ্য পরিবহণের মধ্য দিয়ে মোংলা বন্দর ব্যবহারের সুযোগ পাবে ভারত, নেপাল ও ভুটান। রেল যোগাযোগের মধ্যদিয়ে জাতীয় অর্থনীতির অগ্রগতিতে বড় ধরণের ভূমিকা রাখবে এ বন্দর। উত্তর অঞ্চলের পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে ভারতের শিলিগুড়ির সাথে এ রেল যোগাযোগ যুক্ত হবে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কর্তৃপক্ষের সদস্য (অর্থ) আফসানা ইয়াসমিন, রেল প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আ. রহিম, মোংলা উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নানসহ অন্যান্যরা।

পরে মন্ত্রী মোংলা-খুলনা রেল লাইন ও খুলনার রুপসা নদীর উপর নির্মিতব্য রেল সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি