ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খুলনা-বরিশাল রুটে বাস না চললে সব যানবাহন বন্ধের ঘোষণা

প্রকাশিত : ২০:৩৭, ৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

১৫ দিনের মধ্যে খুলনা-বরিশাল রুটে সরাসরি বাস চলাচল শুরু না হলে সব প্রকার যানবাহন বন্ধের ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতির নেতারা।

শনিবার দুপুরে খুলনা-বাগেরহাট আন্ত:জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, বরিশাল ও ঝালকাঠি পরিবহন মালিক সমিতির দ্বন্দ্বের জেরে ২১ দিন ধরে খুলনা থেকে বরিশাল সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। যার ফলে যাত্রীরা চরম ভোগান্তির স্বীকার হচ্ছে। এই রুটের ৫০টি বাসের দুই শতাধিক শ্রমিক ও চালক বেকার হয়ে পড়েছে। মালিকরাও ব্যাপক ক্ষতির সম্মুখিন হচ্ছে। এ অবস্থায় যাত্রী ভোগান্তি কমাতে ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে খুলনা থেকে বরিশাল সরাসরি বাস চালুর জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন নেতারা।

এ সময় বাগেরহাট-আন্ত:জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার, পিরোজপুর খুলনা আন্ত জেলা বাস মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান, রুপসা-বাগেরহাট আন্ত:জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি নিখিল চন্দ্র মুখার্জী, সাধারণ সম্পাদক নকিব নজিবুল হক নজু, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুসহ পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি