ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

শেরপুরে বজ্রপাতে নিহত ১

প্রকাশিত : ২২:৩৫, ১২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

শেরপুরে শ্রীবরদী উপজেলার রূপারপাড়া গ্রামে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ভারী বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনার সময় বজ্রপাতে নিহত হন তিনি।

জানা যায়,নিহত কাশেম মিয়া রূপারপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। বজ্রাঘাতে আহত হওয়ার পরে স্থানীয় লোকেরা তাকে উদ্বার করে লংগড়পাড়া বাজারের একটি বেসরকারী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত্যু সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জাবের মিয়া বলেন,‘তাকে আশংকাজনক অবস্থায় লংগড়পাড়া বাজারের একটি ক্লিনিকে নেওয়া পথে তার মৃত্যু হয়।’

এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি