ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

লঞ্চের কেবিন থেকে নারী গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ২০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বরিশালে সুরভী -৮ লঞ্চের স্টাফ কেবিন থেকে আখি আক্তার (২৯) নামে এক গার্মেন্টস নারী কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার সঙ্গে থাকা অজ্ঞাত পরিচয়ের যুবক পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

শনিবার (২০ জুলাই) ভোরে বরিশালে লঞ্চ পৌঁছার পর লঞ্চের স্টাফরা আখির কেবিনে গিয়ে আখিকে মৃত দেখতে পায়। কিন্তু তার সঙ্গিকে খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষ পুলিশকে জানালে তারা লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

তার সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে জানাযায়, ওই নারী নারায়নগঞ্জের আদমজী ইপিজেড এ অনন্ত এপার্লস লিমিটেড এর অপারেটর পদে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের পুইউটা গ্রামে।

সেই সূত্র ধরে পুলিশ আখির স্বজনদের খবর দিলে তারা এসে লাশ শনাক্ত করে। প্রাথমিক সুরতহালে তাকে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে।

তার বাবা জানিয়েছে, আখি তালাকপ্রাপ্ত, তার দুই বছরের একটি সন্তান রয়েছে। সে ঢাকা থেকে একা আসার কথা জানিয়েছিল। এ ঘটনার বিচার দাবী করেছে স্বজনরা।

আই/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি