ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

‘ছেলেধরা গুজব’ প্রতিরোধে বাগেরহাট পুলিশের বিশেষ সভা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৯, ২৫ জুলাই ২০১৯

ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে হত্যারোধে প্রেস ব্রিফিং করেছে বাগেরহাট জেলা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। 

পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের সভাপতিত্বে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, জেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে হত্যারোধে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা পুলিশ কাজ করছে। এর মধ্যে ৯ উপজেলার ৭৫ ইউনিয়নে সচেতনতামূলক মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। 

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল থেকে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সচেতনতামূলক সভা করা হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমেও জন-সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে ফেষ্টুন, ব্যানার টানানো হয়েছে। ঈমাম ও মাদরাসা শিক্ষকদের মাধ্যমেও প্রচার প্রচারণা চালানো হচ্ছে। 

এছাড়া জরুরী প্রয়োজনে স্থানীয় থানা বা ৯৯৯ নম্বরে কল দেয়ার পরামর্শ দেন পুলিশের এ কর্মকর্তা।
 
এনএস/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি