ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

দেবহাটায় মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য জব্দ, মালিকের কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৭, ২৯ জুলাই ২০১৯ | আপডেট: ২১:৪১, ২৯ জুলাই ২০১৯

সাতক্ষীরার দেবহাটায় মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের শিশুখাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য জব্দ ও কারখানার মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৯ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার কুলিয়া ভূমি অফিস সংলগ্ন খাল পাড় এলাকার একটি অবৈধ কারখানায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার। 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটি নিম্নমানের শিশু খাদ্য তৈরি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ওই কারখানা বন্ধসহ বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য জব্দ ও কারখানা মালিক আমিনুর রহমান মুকুলকে আটক করা হয়েছে। 

পরে তাকে জাতীয় ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পরে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ এসব শিশুখাদ্য বিনষ্ট করা হয়। দীর্ঘদিন ধরেই সম্পূর্ণ বেআইনীভাবে কারখানাটি পরিচালনাসহ নিম্নমানের শিশু খাদ্য উৎপাদনের পাশাপাশি নতুনভাবে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে আসছিল কারখানা মালিক মুকুল। 

আই/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি