ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ডেঙ্গুজ্বরে বরিশালে শিশুর মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩১, ১০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আজ শনিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর নাম রুশা (১০)। তার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুরে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেবাচিমে ভ‌র্তি হ‌য়ে‌ছে ৯৮ জন। গতকাল শুক্রবার হয়েছিল ৮৪ জন। গত ২৪ ঘণ্টায় ভ‌র্তি হওয়া ৯৮ জ‌নের ম‌ধ্যে পুরুষ ৫২, নারী ২৬ ও শিশু ২০ জন। 

২৪ ঘণ্টায় সুস্থ হ‌য়ে বা‌ড়ি ফি‌রে‌ছে ৩৩ জন। এর ম‌ধ্যে পুরুষ ১১, নারী ১৭ ও চারজন শিশু রয়েছে। গত ১৬ জুলাই থে‌কে এ পর্যন্ত ভ‌র্তি হ‌য়ে‌ছে ৭০২ জন। আর সুস্থ হ‌য়ে বা‌ড়ি ফি‌রে গে‌ছে অথবা উন্নত চি‌কিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে ৩৪০ জনকে।

এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৮ হাজার ৭০৭ জন ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৫ হাজার ৩৮৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ৭ ও ৮ আগস্টের তুলনায় ৯ আগস্ট সারাদেশে ভর্তি হ্রাস পেয়েছে ১৮ ও ১৪ শতাংশ। ৯ আগস্ট সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ২ জন।
আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি