রংপুরে সড়কে ঝড়ল ৪ প্রাণ
প্রকাশিত : ১৫:২৪, ১৩ আগস্ট ২০১৯
 
				
					রংপুরে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় দুই কিশোরসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঈদের দিন সন্ধ্যায় রংপুরের মিঠাপুকুরে রিকশাভ্যানকে একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে দুই কিশোর গুরুতর আহত হয়। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে তারা দুজনই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এছাড়া, রংপুরের তারাগঞ্জে বাস উল্টে খাদে পড়ে গেলে ৬ জন আহত হয়। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার সকালে একজন মারা যান। আর রংপুরের ভুরাঘাটে গাড়ি চাপায় এক বৃদ্ধ ঘটনাস্থলেই মারা গেছে।
আরও পড়ুন
 
				        
				    






























































