ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ১৫ আগস্ট ২০১৯ | আপডেট: ১৭:০৬, ১৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় গাছের ঢাল কাটতে গিয়ে নিচে পড়ে বাবুল (৩০) নামের এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আদমপুর গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই এলাকার নুরু মিয়ার ছেলে। 

বাবুলের বড় ভাই মুছা মিয়া জানান, বাবুল চট্রগ্রামে চাকুরী করেন। ঈদে বাড়ীতে এসেছেন সবার সাথে ঈদ করতে। বৃহস্পতিবার সকালে বাড়ির টিনের ঘরের পাশে একটি যিগরগাছের ঢালা কাটতে গাছে উঠেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি