ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ২১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুরে ট্রাকের ধাক্কায় তাসনিমুল ইসলাম নামে ১২ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে জয়পুরহাট-ধামইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে স্কুলের সামনে এক ঘণ্টার মতো সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

নিহত তাসনিমুল সদর উপজেলার আদর্শপাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। সে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, সকালে তাসনিমুল বাসা থেকে বের হয়ে সাইকেলযোগে স্কুল যাচ্ছিল। স্কুলের সামনে পৌঁছালে ধামইরহাটগামী একটি সারবোঝাই ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে স্থানীয়রা ট্রাকটিকে জব্দ করলেও যানটির চালক ও তার সহকারী পালিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী জয়পুরহাট- ধামইরহাট সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে ট্রাকচালককে গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি