ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৩, ১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামী এবারত আলীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম সাইফুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন। একই সাথে আসামীকে ২৫ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেন। দন্ডপ্রাপ্ত হলেন,বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত. হাসেম শেখের ছেলে এবারত আলী (৪৫)।

মামলার বিবরণে জানা যায়, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে পারিবারিক কলহের জেরে ২০০২ সালের ৯ ডিসেম্বর রাতে নিজ ঘরে স্ত্রী সেলিমা বেগমকে কয়েক দফা মারধর করে। এক পর্যায়ে ভোররাতে সেলিমা বেগম মারা যান। ওই দিন বিকালে নিহত সেলিমা বেগমের বাবা রুস্তুম আলী বাদি হয়ে বাগেরহাট মডেল থানায় এবারত আলীকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পরের বছর ২০০৩ সালের ৭ এপ্রিল  নিহতের স্বামী এবারত আলীকে অভিযুক্ত করে তদন্তকারী কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস আদালতে চার্জশীট দাখিল করেন। প্রায় ১৭ বছর পরে মামলায় সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

এই মামলা পরিচালনা করেন সরকারের পক্ষে কৌশলী ছিলেন মো. ছিদ্দিকুর রহমান। তিনি বলেন, আদালতের এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এতে আমরা খুশি হয়েছি। 
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি