ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

পুলিশ কনস্টেবলকে কুপিয়ে হেলমেট ছিনতাই

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৮, ৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহী নগরে জয় রাম কুমার নামে এক পুলিশ সদস্যকে কুপিয়ে হেলমেট নিয়ে পালিয়ে গেছে এক যুবক। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরের ভাটাপাড়া এলাকার ট্রাফিক অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

গুরুতর জখম হওয়া পুলিশ কনস্টেবল জয় রাম কুমারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথার পিছনে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।  

আহত কনস্টেবল জয় রাম কুমার রাজশাহী পুলিশ লাইনে কর্মরত বলে জানা গেছে। নগরীর ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছিলেন তিনি। তবে ঘাতক যুবককে পাগল বলে দাবি করেছেন রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান।

ওসি শাহাদত জানান, নগরের ট্রাফিক অফিসের পাশে ভেড়িপাড়া মোড়ে চেকপোষ্ট বসায় পুলিশ। বিকেলের দিকে সেখানে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মোটরসাইকেলটি কনস্টেবল জয় কুমার ট্রাফিক অফিসে নিয়ে যায়। অফিসের ভিতর মোটরসাইকেলটি রাখার পর বের হলে ওই যুবক জয় কুমারকে হাসুয়া দিয়ে কোপ দিয়ে জখম করে। এরপর তার কাছ থেকে লাল রঙের একটি হেলমেট কেড়ে নিয়ে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। 

এদিকে, ঘাতক ওই যুবককে ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি