ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

জয়পুরহাটে বৃদ্ধকে গলা কেটে হত্যা, নাতি আটক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫০, ৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জয়পুরহাট সদরের করিমনগর এলাকায় আপন নানাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। স্থানীয়রা নাতি বায়েজিদ বোস্তামিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত বায়েজিদ বোস্তামি সদর উপজেলার সগুনা এলাকার লিটনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, সদর উপজেলার করিমনগর এলাকার নানা বেলাল হোসেনের বাড়িতে থকে মেয়ের ছেলে নাতি বায়েজিদ বোস্তামি লেখাপড়া করত। বুধবার সকালে বাড়ির কেউ না থাকার সুযোগে নানাকে ধারালো হাসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে পালানোর চেষ্টা করে। এসময় গ্রামবাসী রক্তাক্ত অবস্থায় তাকে দেখে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

অন্যদিকে বুধবার ভোরে সদর উপজেলার ভাদসার দিওর গ্রামে বিদ্যুৎ চন্দ্র নামে এক যুবক রাতের খাবার খেয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে তার মা ঘরের দরজা খোলা দেখে ভিতরে গিয়ে ঘরের চালার বাঁশের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত বিদ্যুৎ ওই গ্রামের ফুনিন্দ্রনাথের ছেলে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি