ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে বাংলাদেশি পাসপোর্টসহ ৩ রোহিঙ্গা আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ৬ সেপ্টেম্বর ২০১৯

চট্টগ্রামের আকবরশাহ এলাকা থেকে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। 

বুধবার রাত ১১টার দিকে আকবরশাহ থানার ১নং রোডের মীর সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. ইউসুফ (২৩), মো. মুসা (২০) ও মো. আজিজ (২২)।

তাদের মধ্যে ইউসুফ ও মুসা আপন ভাই। তাদের বাবার নাম আলী আহমদ। আর আজিজের বাবার নাম জমির হোসেন।

২০১৭ সাল থেকে তারা বাংলাদেশে অবস্থান করছেন বলে পুলিশ জানিয়েছে।

আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল রাতে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানায় রয়েছেন। মামলার পর তাদের আদালতে পাঠানো হবে।

২০১৭ সাল থেকে বাংলাদেশে অবস্থানকারী এই তিন রোহিঙ্গা কীভাবে পাসপোর্ট পেল তা তদন্ত করে দেখা হবে বলেও জানান ওসি।

এর আগে চট্টগ্রামে পাসপোর্ট করতে এসে গ্রেফতার হন শফিউল হাই নামে এক রোহিঙ্গা যুবক বৃহস্পতিবার গ্রেফতার হন। গত ২৮ আগস্ট সোনা মিয়া নামের আরেক রোহিঙ্গা যুবক পাসপোর্ট করতে এসে আটক হন এবং ২২ আগস্ট সুমাইয়া আক্তার নামের এক রোহিঙ্গা নারী পাসপোর্ট করতে এসে আটক হন।
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি