ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

সুন্দরবনের পাশে ৬টি বিশেষ পর্যটন এলাকা তৈরীর উদ্যোগ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৯, ৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সুন্দরবনের পাশে অবস্থিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা এই তিন জেলায় ৬টি বিশেষ পর্যটন এলাকা তৈরী করে আমরা দেশী-বিদেশী পর্যটকদের সবধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি করতে পারি সে বিষয়ে মন্ত্রনালয় উদ্যোগ নিয়েছে।যাতে করে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনকে বিশ্বের বুকে তুলে ধরতে পারি।

শুক্রবার সকালে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ ও ঘোড়া দিঘি পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সচিব মো. মহিবুল হক এ কথা বলেন।
 

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত বাগেরহাট জেলার পর্যটন শিল্পের বিকাশ, সমস্যা, সম্ভবনা ও চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, ষাটগম্বুজ মসজিদের কাষ্টোডিয়ান গোলাম ফেরদাউস প্রমুখ।
কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি