ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

কালকিনিতে চলছে সুনীল মেলা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ৮ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৫:৪৯, ৮ সেপ্টেম্বর ২০১৯

প্রখ্যাত কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে মাদারীপুরের কালকিনিতে শুরু হয়েছে পাঁচ দিনের ‘সুনীল মেলা’। এবার মেলাকে আরও প্রাণবন্ত করে তুলতে দুই বাংলার প্রকাশকেরা এই মেলায় অংশগহণ করেছেন। 
কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় মাদারীপুরের কালিকিনির অজপাড়াগাও মাইজপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৩৪ সালে। কৈশর কেঁটেছে এখানেই। বাকী জীবন কোলকাতায়। পরে নাড়িরটানে ২০০৩ জন্মভূমিতে পা রেখেছিলেন এই সাহিত্যিক। 
সুনীল জীবিত থাকাকালীন শুরু হয় এ মাইজপাড়া গ্রামে সুনীল মেলা। কিন্তু ১৯১২ সালের ২৩ অক্টোবর তার মৃত্যুর সাথে সাথে বন্ধ হয়ে যায় এ মেলা। জেলাপ্রশাসনের পৃষ্ঠপোষকতায় ২০১৮ সালে আবার তা শুরু হয়। এ বছর শুরু হয়েছে বড় পরিসরে। দুই বাংলার প্রকাশনাসহ ৬০টি স্টল। 
মেলার উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সাংসদ আবদুস সোবহান গোলাপ। 
প্রতিবছর মেলার আয়োজনসহ সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক সম্পত্তি উদ্ধার, তার স্মৃতি রক্ষার্থে লাইব্রেরি ও সংগ্রহশালার জন্য অবকাঠামো নির্মাণ করার কথা জানালেন জেলা প্রশাসক।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে। চলবে বুধবার পর্যন্ত। 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি