ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

স্বরাষ্ট্রমন্ত্রীকে কটূক্তি করে বরখাস্ত ডেপুটি জেলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ৯ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে সাতক্ষীরা কারাগারের ডেপুটি জেলার ডলি আক্তার ওরফে জলি মেহেজাবিন খানকে বরখাস্ত করেছে কারা অধিদফতর। গতকাল রোববার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা যায়, গত ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগারের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। সেই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পালন করেছিলেন সাতক্ষীরার ডেপুটি জেলার ডলি আক্তার ওরফে মেহেজাবিন খান। ওই অনুষ্ঠানের ছবি গত ৩ সেপ্টেম্বর ফেসবুকে দিয়ে স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি। সেখানে মন্ত্রী বানান ভুল হওয়ায় তা শোধরানোর জন্য তার এক ফেসবুক ফ্রেন্ড অনুরোধ জানান। তার জবাব দিতে গিয়ে ডেপুটি জেলার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ৫৬তম ব্যাচ কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি। এ অনুষ্ঠানের ধারাভাষ্যকার হিসেবে আপনাদের সঙ্গে আছি আমি............।

ছবিতে কমেন্ট করেন অনেকেই। এর মধ্যে শারমিন ববি নামের একজন মন্তব্য করেছেন, ‘আফা মন্ত্রী বানানটা একটু ঠিক করে দেন, না হলে কিন্তু মাননীয় মন্ত্রী মাইন্ড খাইতে পারে।’

এ কমেন্টের প্রতিউত্তরে সাতক্ষীরার ডেপুটি জেলার ডলি আক্তার ওরফে জলি মেহেজাবিন খান লিখেছেন, ‘আমি চাটুকারিতা একদম পছন্দ করি না আফা (আপা), চাকরি করি জেলখানায়, এ রকম বহু নামি-দামি ব্যান্ড (ব্র্যান্ড) ভেতরে আসলে বিলাই (বিড়াল) হয়ে যায়...যাই হোক, স্পেলিং মিসটেক হয়েছে এবং সেটা অনিচ্ছাকৃত।’

তার উত্তরে শারমিন ববি লিখেছেন, তোকেতো ভালো করেই চিনি, চাটুকারিতা যে করিস না সেটাও জানি, জাস্ট বানান ভুলটা চোখে পড়লো তাই তোকে জানালাম।’

পরে বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে এলে জলি মেহেজাবিন খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করে কারা অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে। সেটিরও তদন্ত চলছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি