ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ১১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জিহাদ ১৪ নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১ টা ৪০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিহাদ নামের ওই স্কুলছাত্রের মৃত্যু হয়। 

জিহাদ মুলাদী উপজেলার চরলক্ষিপুর গ্রাামের বাসিন্দা। সে মুলাদিও একটি স্কুলের ৭ম শ্রেণির ছাত্র। জিহাদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত রাত ১০টার দিকে সে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়। তবে ভর্তির সময় তার অবস্থা গুরুতর ছিল বলে জানান চিকিৎসকরা। বুধবার বেলা ১টা চল্লিশ মিনিটে সে মারা যায়। 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, বর্তমানে বিভাগের জেলা, উপজেলা ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৭ জন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ রোগীর সংখ্যা ছিল ৬৬ জন। সোমবার (৯ সেপ্টেম্বর) এ রোগীর সংখ্যা ছিল ৬৮ জন। গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন ৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। 

বিভাগের সকল হাসপাতাল গুলোতে বর্তমানে নতুন ও পুরাতন মিলিয়ে মোট ২১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি