ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

জয়পুরহাটে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৯, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জয়পুরহাটে ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের এক সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর এলাকা থেকে ইউপি সদস্যকে আটকের সময় আরও দুই জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওর্য়াডের সদস্য ও চকবিলা গ্রামের গোলাম মোস্তার ছেলে রেজোয়ান চৌধুরী (৪২), একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মজিদ হোসেন (৩৪) ও মৃত ইব্রাহিমের ছেলে মাহবুবুল (৩৫)। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রায়হান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ১২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। 

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি