ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

সেন্টমার্টিনের নিরাপত্তায় বিজিবি যথেষ্ট:বিজিবি মহাপরিচালক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ২৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের একটি অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে। দ্বীপে যে জনবল রয়েছে তা সীমান্তের নিরাপত্তার জন্য যথেষ্ট। 

তিনি বলেন, ভৌগলিক অবস্থানগত কারণে সেন্টমার্টিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও মানবপাচার রোধসহ অপরাধ দমনে সফল হয়েছে।
 
মঙ্গলবার দুপুর দেড়টায় বিশেষ হেলিকপ্টারযোগে বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন দ্বীপে অবতরণ করেন। 
এরপর বিজিবির মহাপরিচালক সরাসরি সেন্টমার্টিনের কোনার সংলগ্ন বিজিবির অস্থায়ী বিওপি পরিদর্শন করেন। পরে বিওপিটির স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য নির্বাচিত জায়গা ঘুরে দেখেন।
 
এসময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নতুন স্থাপনা নির্মাণ সংক্রান্ত বিশেষ নির্দেশনা প্রদান করেন। বেলা আড়াইটার দিকে হেলিকপ্টারযোগে তিনি সেন্টমার্টিন ত্যাগ করেন।

দ্বীপটিতে দীর্ঘ ২১ বছর পর নতুন করে সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন এবং বিওপি প্রতিষ্ঠার পর এটিই বিজিবির কোনো মহাপরিচালকের প্রথম সফর।এর আগে দ্বীপটিতে বিজিবি সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকলেও, কোস্টগার্ড নিয়োজিত করার পর বিজিবি সদস্যদের প্রত্যাহার করা হয়েছিল।
আই/কেআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি