ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

আজ তিতুমীরকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেবেন রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ২ অক্টোবর ২০১৯

আজ বুধবার সকাল ১০টায় বানৌজা তিতুমীরকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ জন্য দু’দিনের সফরে গতকাল মঙ্গলবার খুলনায় গেছেন তিনি। তাকে বহন করা হেলিকপ্টার গতকাল  বিকেলে নৌবাহিনীর ঘাঁটি বানৌজা তিতুমীরে অবতরণ করে।

আজ বুধবার নৌঘাঁটি তিতুমীরকে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ দেওয়ার অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকায় ফিরে আসবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির খুলনা সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা একদিন আগেই খুলনায় পৌঁছেন। এ ছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নৌঘাঁটি তিতুমীর সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেলে খুলনায় পৌঁছানোর পর সন্ধ্যা সাড়ে ৭টায় নৌবাহিনী আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজে অংশ নেন রাষ্ট্রপতি।
বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ এবং অপারেশনাল ও লজিস্টিক কাজে অনন্য সহায়তাদানের স্বীকৃতিস্বরূপ বানৌজা তিতুমীরকে এই ন্যাশনাল স্টান্ডার্ড দেওয়া হবে।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি