ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

জয়পুরহাট-জামালগঞ্জ সড়কের  দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধিঃ 

প্রকাশিত : ১৬:৩০, ৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

জয়পুরহাট-জামালগঞ্জ সড়কের দীর্ঘ দিনের বেহাল দশা ও এলাকাবাসীর ভোগান্তি দূর করতে, দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকার সর্বদলীয় সচেতন নাগরিক সমাজ। আজ সকাল ১১টায় শহরের জামালগঞ্জ রোড, নতুনহাট চত্বরে আতিয়ার রহমান বাবুলের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হোসেন হিমু, জেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান মোস্তাকুল ইসলাম মোস্তাকসহ নানা শ্রেণী পেশার মানুষ।

বক্তরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে এ সড়কটি মানুষ ও যানচলাচলের উপযোগী না হলে বৃহত্তর কর্মসূচী দেওয়া হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি