ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

কলারোয়ায় গৃহবধুকে পিটিয়ে হত্যা, আটক-১

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:

প্রকাশিত : ২১:৩৩, ১০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে রাজু হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার ধানদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। নিহত গৃহবধু পিয়া খাতুন (১৮) উপজেলার বসন্তপুর গ্রামের আক্তারুল গাজীর মেয়ে।

বৃহস্পতিবার সকালে নিহতের মামা সবুজ মোড়ল জানান-আড়াই বছর পূর্বে রাজু হোসেনের সহিত পিয়া খাতুনের বিবাহ হয়। এর মধ্যে পিয়া খাতুন ৬মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার স্বামী রাজু হোসেন এক মেয়েকে প্রেম নিবেদন করে তার উপর অত্যাচার শুরু করে। 

এতে বাধা দেওয়াতে বুধবার রাতে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। ওই রাতে স্বামী রাজু তার স্ত্রীকে মারপিট করে স্বাসরোধ করে হত্যা করে। পরে ঘরের আড়ায় শাড়ি পেচিয়ে ঝুলিয়ে দিয়ে সকালে লোকজন ডেকে আত্মহত্যার করেছে মর্মে প্রচার চালায়। পরে খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। একই সাথে ঘাতক স্বামী রাজু হোসেন কে আটক করে। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি