ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পীর হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৫, ১২ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান এর বিরুদ্ধে  সামাজিক যোগাযোগ মাধ্যমে  জঘন্যতম অপপ্রচারের এর বিরুদ্ধে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দুপুর ৩টায় সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জ ডাকের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমদের সভাপতিত্বে মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন,যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশনের প্রতিনিধি মাছুম হেলাল,দীপ্ত টিভির প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার,দৈনিক ডাকের নির্বাহী সম্পাদক মানব তালুকদার,দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ,একুশে টিভির জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালাম,দৈনিক মুক্তখবরের প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল,সাংবাদিক একে কুদরত পাশা মোঃ দৈনিক জালালাবাদের প্রতিনিধি জসিম উদ্দিন,দৈনিক সোনালী খবরের প্রতিনিধি মোঃ ফরিদ মিয়া,দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মোঃ আমিনুল হক প্রমুখ। 

বক্তারা বলেন,  পীর হাবিবের নামে যারা অশ্লীল ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে তাদের কে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবী জানান অন্যতায় আগামীতে কঠোর কর্মসূচী প্রদানের ও ঘোষনা দেন। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি