ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে জাহাজ ভাঙা কারখানায় দুই শ্রমিকের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ১৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সীতাকুণ্ডের পুরোনো জাহাজ ভাঙার একটি কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শরিবার রাতে উপজেলার কুমিরা এলাকায় ‘ও ডব্লিউ’ শিপ ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাসুদুল ইসলাম (২২) ও নীলফামারী জেলার ডেমরা থানার দিগন্ত পাড়া গ্রামের আলী হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২২)।

শিপইয়ার্ড সূত্রে জানা গেছে, জাহাজের তলদেশে গ্যাস কাটার দিয়ে কাজ করার সময় বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিক গুরুতর আহত হন। তাদের উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শামীম শেখ জানান, জাহাজের ইঞ্জিনের পাশের একটি কক্ষের স্টিলের দেয়াল কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিক মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল’র (চমেক) মর্গে রাখা হয়েছে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি