ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাভারে হুজি নেতা আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৭, ১৫ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার অদূরে সাভারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের এক নেতাকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব-২ এর একটি চৌকস দলের সদস্যরা।

১৫ অক্টোবর মঙ্গলবার রাত ৮ টার দিকে সাভার বাজার বাসষ্ট্যান্ডের আর এস টাওয়ারের নিচ তলার ইন্টারিও ডেকোরেশনের দোকান থেকে তাকে আটক করে র‍্যাব ২।

আটক হরকাতুল জিহাদ সদস্য মাহফুজুর রহমান (৩২) মানিকগঞ্জ জেলার ঘিওর থানার মৃত: আব্দুর রহমানের ছেলে।

র‍্যাব-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই দোকানে অভিযান চালায় র‍্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী। এসময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের  নতুন একটি গ্রুপের নেতা মাহফুজুর রহমানকে বিপুল পরিমাণ ওসামা বিন লাদেনের ছবি ব্যবহারকৃত বই, একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়। 

পরে তাকে র‍্যাব-২ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে র‍্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, তার সাথে হরকাতুল জিহাদের আরো কতজন রয়েছে তা জানতে আরো তদন্ত চলছে বলে তিনি জানান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি