ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ঠাকুরগাঁওয়ে শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪২, ১৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

এই উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দঘন পরিবেশে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে রঙিন বেলুন উড়িয়ে এবং শিশুদের সঙ্গে নিয়ে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.কে.এম কামরজ্জামান সেলিম।
 
পরে অডিটোরিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেলের জীবনভিত্তিক আলোচনা সভায় জেলা প্রশাসক ছাড়াও অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর আলম খোকন, শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলীসহ আরও অনেকে।

এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক, অসংখ্য ছাত্র-ছাত্রী ও সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি