ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ১৯ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি চাচাতো ভাই। শুক্রবার ভেঁজেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মিরাজ (৭) আল-আমিন মিয়ার ছেলে ও আল আমিন মিয়ার ছোট ভাই আলমগীর মিয়ার ছেলে অয়ন (৫)।  মিরাজ ও অয়ন সকালে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এর কয়েক ঘণ্টা পরও তারা বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন পুকুরে খুঁজতে থাকেন। এ সময় পুকুরের পানির নিচ থেকে দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর জানতে পেরেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ নিয়ে আসেনি।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি