ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

জয়পুরহাটে নিরাপদ সড়ক দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ২২:২৯, ২২ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

'জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়' এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিতা কেটে বেলুন ওড়ানো হয়। পরে সেখান থেকেই এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক জাকির হোসেন, জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিক, বিআরটিএ এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান, সড়ক ও জেলা মটর শ্রমিকের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক উদ্দিন।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি