ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫

আশুগঞ্জে মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালতে ১৭ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৬, ২৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ২২:১৬, ২৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে চলাচলকারী বিভিন্ন নৌযানে অভিযান চালিয়ে ফিটনেস, সার্ভে, রেজিস্ট্রেশন না থাকায় ১৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মেঘনা নদীর আশুগঞ্জ ফেরিঘাট ও পাথর ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। নৌ-পরিবহন অধিদফতরের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন এই অভিযান পরিচালনা করেন।

নৌ পরিবহন অধিদফতরের উপ সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন জানান, উপজেলার মেঘনা নদীতে চলাচলকারী বিভিন্ন ভলগেট জাহাজ ও কার্গো জাহাজের ফিটনেস, সার্ভে, রেজিস্ট্রেশন, মাস্টারের রেজিস্ট্রেশন, সনদের মেয়াদ ও জাহাজের কর্মরতদের নিরাপত্তা সরঞ্জাম আছে কিনা দেখার জন্য অভিযান পরিচালনা করা হয়। নদী আইনের বিভিন্ন ধারায় ১৬টি কার্গো জাহাজের ১৭জন চালক ও কর্মচারীকে ৩ লাখ ৬০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

এসময় আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ফিরোজা পারভীন, নৌ পরিবহন অধিদফতরের পরিদর্শক মো. শাহজাহান সিরাজ, সার্ভে প্রকৌশলী এহতেশামুল হক, আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

কেআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি