ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫

দেবীদ্বারে ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক কমিটি গঠন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২১, ২৪ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৫:২৫, ২৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লার দেবীদ্বারে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কুমিল্লা জেলা আহ্বায়ক অধ্যাপক দিলীপ মজুমদার।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি দেবীদ্বার শাখার সাবেক সভাপতি এবিএম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান ভূঁইয়া সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদস্য সচিব এডভোকেট মাসুদুর রহমান শিকদার, যুগ্ম আহ্বায়ক অচিন্ত্য দাশ টিটু, সদস্য জোনায়েদ শিকদার তপু, আনোয়ার হোসেন মিঠু, কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির।

সভায় উপজেলা ন্যাপের সভাপতি অনিল চক্রবর্তীকে আহ্বায়ক ও সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি