ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ঝিনাইদহে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৮, ২৬ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে শনিবার (২৬ অক্টোবর) সকালে শহরের হামদহ এলাকা থেকে একটি র‌্যালি বের করা হয়। এতে ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দু হাই। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংসদ সদস্য আব্দুল হাই, তাহজীব আলম সিদ্দিকী সমি, খালেদা খানমসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

বক্তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।
আই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি