ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫

রংপুরে কোচের ধাক্কায় ট্রলির ড্রাইভারসহ নিহত ২ 

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:০১, ২৮ অক্টোবর ২০১৯ | আপডেট: ১১:০৪, ২৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুরে একটি নৈশ কোচ (যাত্রীবাহী বাস) চাপায় খড়ি বোঝাই ট্রলির ড্রাইভারসহ দুই জন নিহত হয়েছেন। 

গুরুতর আহত অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, আজ সোমবার ভোরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর নামক স্থানে রংপুর থেকে ঢাকা গামি নাবিল পরিবহনের একটি নৈশ কোচ খড়ি বোঝাই ট্রলিকে পেছন থেকে ধাক্কা মারে এতে ঘটনা স্থলেই ট্রলির ড্রাইভার ও ১ শ্রমিক নিহত হন। 

গুরুতর আহত হওয়ায় আরও এক শ্রমিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। বাসটি আটক করেছে পুলিশ। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি