ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

নলছিটিতে নির্মাণাধীন বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪১, ৫ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়িখালী গ্রামে মঙ্গলবার সকালে নির্মাণধীন একটি বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক দবিরুল ইসলাম (২২) দিনাজপুরের বিরল উপজেলার পাকুরা গ্রামের হামিদুল ইসলামের পুত্র। 

পুলিশ জানায়, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রর জন্য হাড়ীখালী গ্রামে একটি বৈদ্যুতিক টাওয়ার নির্মাণের কাজ চলছিল। সকালে দবিরুলসহ কয়েকজন শ্রমিক টাওয়ারের উপরের অংশে কাজ শুরু করে। এসময় হঠ্যৎ একটি এলুমোনিয়ামের পিলার ফসকে গিয়ে দবিরুল নিচে পড়ে যায়। এতে সে শারীরিকভাবে গুরুত্বর আহত হয়। 

পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
 
এ ব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন জানান, টাওয়ার থেকে পড়ে শ্রমিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি