ঢাকা, রবিবার   ১০ নভেম্বর ২০২৪

বাগেরহাটে বুলবুল’র তাণ্ডবে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৬, ১২ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৩:৩০, ১২ নভেম্বর ২০১৯

বাগেরহাটে ঘূর্ণিঝড় বুলবুল’র তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন প্রকার প্রয়োজনীয় ত্রাণ বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।

সোমবার বিকালে শহরের মারিয়া পল্লীতে ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করেণ জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

এসময় বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ বশিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমান।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুতফর রহমান, গোটাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সমসের আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এখানে ক্ষতিগ্রস্ত মানুষদের চাল, ডাল, চিনি, তেল, লবণ ও নুডুলস প্রদান করা হয়। শুধু এই দুই জায়গাতে নয়, জেলার বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের নগদ ২৫ লাখ ৫০ হাজার টাকা ও সাড়ে ৮০০ বান্ডিল টিন বিতরণ শুরু করেছি। এর পাশাপাশি প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও দেওয়া হচ্ছে। এরপরেও ক্ষতিগ্রস্থ মানুষদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বাগেরহাটে ৪৪ হাজার ৫৬৩টি ঘরবাড়ি, ৭ হাজার ২৩৪টি মৎস্য ঘের এবং ৩৫ হাজার ৫২৯ হেক্টর ফসলি জমির আমন ও সবজি আবাদের ক্ষতি হয়েছে। এছাড়া গাছ চাপা পড়ে মারা যায় দুই নারী।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি