ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বাগেরহাটে ৬৩ জন দুস্থকে জাকাতের চেক বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ১৩ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৫:২৪, ১৩ নভেম্বর ২০১৯

বাগেরহাটে দুস্থদের মাঝে জাকাতের চেক ও ইমাম-মুয়াজ্জিনদের সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। ইসলামিক ফাউন্ডেশন, বাগেরহাটের উপ-পরিচালক আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানের মাধ্যমে ৬৩ জন দুস্থকে ৩ লাখ ৬৭ হাজার ৯৪৪ টাকা এবং ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ৬৩জন সদস্যকে ৩ লাখ ১৫ হাজার টাকা সহযোগিতা করা হয়। এছাড়া, ১৮ জন ইমাম মুয়াজ্জিনকে সুদমুক্ত ২ লাখ ১৬ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।

বক্তারা বলেন, জাকাত সম্পদকে পবিত্র করে। জাকাত সমাজে ধনী-দরিদ্রদের দুরত্ব কমায়। তাই যারা জাকাত দেন তাদের সবাইকে ধন্যবাদ দেন এবং অন্যদের জাকাত প্রদানে উৎসাহ দেওয়ার অনুরোধ করেন। পরে ঈদে মিলাদুন্ননবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি