ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৬, ১৮ নভেম্বর ২০১৯

টাঙ্গাইলের কালিহাতীতে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, বানিয়াবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মাইম (৪) ও আবু বক্করের ছেলে আবির (৪)। 

সোমবার সকাল ৯টার দিকে এলেঙ্গা পৌরসভার বানিয়াবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। 

এলেঙ্গা পৌর সদর ওয়ার্ডের কাউন্সিলর বরকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে প্রতিবেশি দুই শিশু পুতুল নিয়ে বাড়ির পাশে খেলতে যায়। এক পর্যায়ে তারা ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশের ওই ডোবায় শিশু দুটির মরদেহ ভাসতে দেখে ছুটে যান তারা। পরে তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি