ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

সাতক্ষীরায় এখনও চলছে অঘোষিত বাস ধর্মঘট

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৯, ২১ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবীতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরেও সাতক্ষীরায় এখনও চলছে অঘোষিত বাস ধর্মঘট। বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরায় চতুর্থ দিনের মত বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে শ্রমিকরা। 

কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে আভ্যন্তরীণ বাস চলাচল। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা। ইজিবাইক, মাহেন্দ্র, ইঞ্জিনভ্যানসহ বিভিন্ন যানবাহনে তারা যাতায়াত করছেন। তবে যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও বিআরটিসিসহ সীমিত সংখ্যক ট্রাক চলাচল করতে দেখা গেছে।

বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জানান, চালকেরা জেল-জরিমানার ভয়ে স্বেচ্ছায় গাড়ী চালাচ্ছেন না। তবে সার্বিক বিষয় নির্ভর করছে আজ ও আগামী কালকের শ্রমিক ফেডারেশনের সিদ্ধান্তের ওপর।

অপরদিকে ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করেছে ভোমরা স্থল বন্দরে। এর ফলে বিপাকে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা। ট্রাক ঠিকমত না পাওয়ায় তাদের দ্বিগুন খরচে পণ্য পরিবহন করতে হচ্ছে। বন্দর থেকে সীমিত সংখ্যক ট্রাক মালামাল নিয়ে বন্দর ছাড়ছেন বলে জানা গেছে। এর ফলে নষ্ট হচ্ছে পচনশীল দ্রব্য।

উল্লেখ্য, বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের বৈঠকের পর দাবী মেনে নেওয়ার আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি