ঢাকা, শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬

বেনাপোলে ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেপ্তার

বেনাপেল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৬, ২৬ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ শাহজালাল (২৩) ও রাকিব হোসেন (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহজালাল কাগমারী গ্রামের হোসেন আলীর ছেলে ও রাকিব একই গ্রামের সাজু হোসেনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কাগমারী গ্রামের মসজিদের সামনে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় ফেনন্সিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। 

কেআই/এসি
 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি