চুয়াডাঙ্গায় টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু
প্রকাশিত : ১৫:৫৫, ৩ ডিসেম্বর ২০১৯
 
				চুয়াডাঙ্গায় বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ
চুয়াডাঙ্গায় টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে এ পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
জেলা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদ জানান, আলমডাঙ্গার মেসার্স কাকলী ট্রেডার্সের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। মজুদ থাকা সাপেক্ষে পরপর চারদিনে ৪ টন পেঁয়াজ বিক্রি করা হবে।
এসময় জেলা মার্কেটিং কর্মকর্তা শহিদুল ইসলাম, টিসিবির ডিলার মেসার্স কাকুলি ট্রেডার্সের মালিক সিরাজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পেঁয়াজ বিক্রির খবর পেয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কম দামে টিসিবির পেঁয়াজ কিনতে ভীড় জমান দুই শতাধিক নারী-পুরুষ। কমদামে কিনতে পেরে খুশি তারা।
এদিকে, সরকার নির্ধারিত দামে টিসিবি পেঁয়াজ বিক্রি শুরু করলেও, আজও চুয়াডাঙ্গার বাজারে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এ নিত্যপণ্যটি।
এআই/এনএস
আরও পড়ুন
 
				        
				    






























































