ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জ মুক্ত দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫১, ৬ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সুনামগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালিতে জেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার হায়াতুন নবী, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুলসহ অনেকে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। তাদেরকে সম্মান করতে হবে। 

সরকার সাহসিকতার সাথে যুদ্ধাপরাধীদের বিচার করছে। দেশের বিভিন্ন জায়গায় যত যুদ্ধাপরাধী আছে, তাদের দ্রুত বিচার কাজ সম্পন্ন করার দাবি জানান তারা। শেষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি