ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

হেরোইনসহ দোহারের মাদক কারবারিকে মুন্সিগঞ্জে গ্রেপ্তার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ২১:৩০, ১১ ডিসেম্বর ২০১৯

মুন্সিগঞ্জের শ্রীনগরে হেরোইনসহ মো. মেহেদী হাসান (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মেহেদি ঢাকার  জেলার দোহার উপজেলার নারিশা গ্রামের আতাউর রহমানের ছেলে।

মঙ্গলবার রাতে শ্রীনগরের বালাশুর বাজার থেকে মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-১১ এর সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান এক  সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, র‌্যাব গোপন সংবাদ ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে দশটায় অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয়ের সময় শ্রীনগরের বালাশুর বাজার থেকে মেহেদীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে  ৬৭ পুড়িয়া হেরোইন উদ্ধার করে র‌্যাব। মেহেদী নামে শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেন র‌্যাব।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি